ওয়েব ডিজাইন পেইড কোর্স সম্পূর্ন ফ্রি
আসসালামু আলাইকুম ভিয়রস আসা করি সবাই ভালো আছেন। আলহামদুল্লিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ন ফ্রিতে ওয়েব ডিজাইন কোর্স। ফ্রিল্যান্সিং এর সকল প্রকার কোর্স পেতে আমাদের সাথেই থাকুন।
ওয়েব ডিজাইন কি?
ওয়েব ডিজাইন বলতে কোন ওয়েবসাইটের নকশাকে বুঝায়। যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয় । ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন । আরও সহজভাবে বলা যায় যে, আমরা যে ও ইয়েব সাইট দেখি তার আউটলুক, ফন্ট কালার, সাইজ, ইমেজ, ম্যানুবার, টুলবার ইত্যাদি কোথায় কেমন ভাবে থাকবে, কন্টেন্ট কিভাবে থাকবে, সর্বপোরি কোন ওয়েবসাইট ব্যবহারকারীরা যেভাবে দেখে সকল কাজই ওয়েব ডিজাইন এর অন্তর্ভূক্ত।
আপনারা
অনেকেই একজন ওয়েব ডিজাইনার হবেন । একজন ভালো মানের ওয়েব ডিজাইনার হওয়ার জন্য প্রয়োজন সঠিক গাইড লাইন । আর তাই আপনাদের জন্য আমর Freelancing World টীম মেম্বারদের পক্ষ থেকে সম্পূর্ন ফ্রীতে বাংলা ভাষায় ফুল ওয়েব ডিজাইন কোর্স । আপনার এই কোর্সে ৩০+ রেকর্ডেড ভিডিও । যেটি সম্পন করার পর আপনি একজন ওয়েব ডিজাইন হতে পারবেন ইনশাআল্লাহ । ফ্রিল্যান্সিং এর সকল পেইড কোর্স পেতে আমাদের সাথেই থাকুন ।
আমাদের দেশে অভিজ্ঞতা ছাড়া বা স্বল্প অভিজ্ঞ ওয়েব ডিজাইনারের আনুমানিক গড় আয় মাসিক ২৫ হাজার টাকা । দেশের বাইরে গেলে যা মাসিক ২ লক্ষ টাকা থেকে ৫লক্ষ টাকা বা তার বেশিও হতে পারে । ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘণ্টা প্রতি গড়ে ১০-১৫ ডলার অর্জন করা সম্ভব ।
Thanks for giving us this type of course.
ReplyDeleteit's a letest update course