What is Freelancing-ফ্রিল্যান্সিং কী?
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং (Freelancing) হলো একটি মুক্ত পেশা যেখানে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। যেহেতু এটি একটি স্বাধীন পেশা তাই আপনি কোন
ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার ইচ্ছামত কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং বলতে
মুলত ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে ইনকাম করা কে বোঝায়। আপনি যে যে কাজে দক্ষ
অনলাইনের মাধ্যমে অই কাজ করে নির্দিষ্ট পরিমানের টাকা ইনকাম করতে পারবেন। কী কী
বিষয়ে দক্ষতা অর্জন করলে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করা যাবে??
যেসব বিষয় শিখলে ইনকাম করা
যাবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং স্কিলসমুহঃ
· ওয়েব ডেভেলপমেন্ট
·
এন্ড্রয়েড
এপ ডেভেলপমেন্ট
·
সিপিএ
মার্কেটিং
·
সোশাল
মিডিয়া মার্কেটিং
·
সার্চ
ইঞ্জিন অপ্টিমাইজেশন
· ডাটা এন্ট্রি
· ইথিক্যাল হ্যাকিং
প্রিয় বন্ধুরা শুধু মাত্র আপনাদের সার্থে যারা নতুন, ফ্রিল্যান্সিং শিখতে চান, ফ্রিল্যান্সিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সম্পূর্ন ফ্রিতে এইসকল কোর্স পাবেন আমাদের চ্যনেলে। এই সকল কোর্স ফ্রি পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
ফ্রিল্যান্সিং
করতে কি কি প্রয়োজন?
ফ্রিল্যান্সিং
শিখতে সর্বপ্রথম যেটা প্রয়োজন তা হলো ধর্য্য। এরপর প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা । আপনাকে অবশ্যই
এই বিষয়ে রিসার্চ করে জানতে হবে ফ্রিল্যান্সিং এর কোন সেক্টোরে আপনি ক্যরিয়ার ডেভ্লপ
করতে চান। যেমন আপনি যদি কোডিং এ আগ্রহি হন তাহলে প্রোগ্রামিং শিখতে পারন । আপনি ডিজাইনে
আগ্রহী হলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। আপনি একটু সহজ কাজ করতে চাইলে ডাটা এন্ট্রি
শিখতে পারেন ইত্যাদি বিষয়ে স্কিল অর্জন করে ফ্রিল্যান্সিং করতে পারেন।
ফ্রিল্যান্সিং এর জন্য যে যে ডিভাইস প্রয়োজন?
একজন প্রফেসনাল ফ্রিল্যান্সার
হতে হলে আপনার অবশ্যই ডেক্সটপ অথবা ল্যাপ্টপ থাকতে হবে। আর মোবাইল দিয়ে আপনি শুধু শিখতে
পারবেন । প্রফেসনাল ফ্রিল্যান্সার হতে পারবেন না।
No comments