গ্রাফিক্স ডিজাইন ফ্রি পেইড কোর্স
গ্রাফিক্স ডিজাইন কী?
গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা নিজের ধারণা, চিন্তা শক্তি এবং দক্ষতা ব্যবহার করে ছবি , শব্দ, পাঠ এবং ধারণার মিশ্রণ করে একটি আলাদা এবং নতুন ছবি তৈরি করা।
গ্রাফিক্স
ডিজাইন করে যে যে ভাবে ইনকাম করা যায়ঃ
১।
লোগো ডিজাইন
২।
টি-শার্ট ডিজাইন
৩।
বিজনেস কার্ড ডিজাইন
৪। ব্যনার ডিজাইন
৫।ফেসবুক কভার ডিজাইন ইত্যাদি
আপনি যদি একজন
ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার হতে চান, আপনি যদি আপনার ক্যারিয়ার হিসেবে গ্রাফিক ডিজাইন বেছে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এ বিষয়ের ওপর সৃজনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এটার জন্য আপনাকে কোন কোর্স এর মাধ্যমে শিখতএ হবে। তাই আপনাদের জন্য আমি এবং আমদের টীম নিয়ে এসেছি
সম্পূর্ন ফ্রি পেইড গ্রাফিক্স ডিজাইন কোর্স।
কিভাবে কোর্সটি করবো??
আপনি আমাদের দেওয়া ডাউনলোড ্লিংক টি ক্লিক করুন
,ক্লিক করলে আপনাকে গুগল ড্রাইভ ফোল্ডারে নি্যে যাবে যে আপনি সম্পূর্ণ কোর্সটির
ভিডিও ফাইল দেখতে পারবেন। আমাদের কোর্সে রয়েছে ৩০+ ভিডিও যেটা দেখে আপনি একজন
প্রোফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন।
ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে এবং অন্যান্য সকল কোর্স ফ্রি পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন।
আমার ভাই এবং বন্ধুরা এই সব কোর্স সংগ্রহ করতে এবং এক জায়গায় একত্র করতে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু আমি আপনাদের কথা ভেবে নিজের কোনো রকমের স্বার্থের কথা চিন্তা না করে, আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু আপনারা পোস্টগুলো শুধুমাত্র দেখেন, পড়েন এবং নিজের প্রয়োজনে ডাউনলোড করে রাখেন। কেন ভাই আপনারা কী পারেন না, প্রত্যেকটা পোস্ট, যেগুলোতে আপনারা উপকৃত হয়েছেন, সেই গুলোকে নিজের মনে করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে? আশা করি আজ থেকে আপনারা আমার প্রত্যেকটা পোস্ট এবং ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং সর্বোচ্চ পরিমাণ শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করেন তবে আমি আরো উৎসাহ পাবো এবং আপনারা পরবর্তীতে আরো আকর্ষণীয় জিনিস আমার মাধ্যমে আপনারা পেতে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমাদের সাথে থাকবেন।
No comments